• উদ্যোক্তা খবর
  • লিড নিউজ

গোপালপুরে ১ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ 

  • উদ্যোক্তা খবর
  • লিড নিউজ
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ২০:৩৭:১৮

ছবিঃ সিএনআই

গোপালপুর  প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং সাউদার্ন এ্যাপারেল হোল্ডিংস লিমিটেডের যৌথ উদ্যোগে, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাফলাবাড়ী ফাতেমা-মকবুল মডেল এতিমখানা মাঠে ও নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ১হাজার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে শিশুদের জন্য কানটুপি, মহিলাদের চাদর এবং কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মো. আতিকুল ইসলাম,টাঙ্গাইল এসোসিয়েশন উত্তরার যুগ্ম সম্পাদক প্রকৌশলী আব্দুল লতিফ, এসআই মো. শফিকুল ইসলাম, স্থানীয় সমাজসেবক ও অবসরপ্রাপ্ত  শিক্ষক মো. মকবুল হোসেন, ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম, পরিচালক আয়েজ উদ্দিন আজাদ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রকৌশলী আব্দুল লতিফ জানান, প্রতি বছরের ন্যায় এবারো টাঙ্গাইল এসোসিয়েশন উত্তরা এবং সাউদার্ন এ্যাপারেল হোল্ডিংস লিমিটেডের যৌথ উদ্যোগে। সারাদেশের ২৮টি পয়েন্টে ২০হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।

মন্তব্য ( ০)





  • company_logo