প্রতীকী ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক রিপন মিয়া (৩৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে এক শিক্ষার্থী হত্যাকান্ডের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। রিপন মিয়া পৌরসভার জোনাইডাঙ্গা রেল স্টেশন পশ্চিম পাড়া আকড়া গ্রামের মফিজুল হক খন্দকারের ছেলে।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মোঃ সুমন মিয়া অভিযান চালিয়ে পৌরশহরের পূর্ব বাজার এলাকার নির্মানাধীন মডেল মসজিদের সামনে থেকে রিপন মিয়াকে গ্রেপ্তার করেন। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল হেলাল মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুত্বর আহত হন শিক্ষার্থী আশিকুর রহমান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে নামীয় ১শ ৪জন ও অজ্ঞাত নামীয় আরও ৬শ জনকে আসামি করে কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন। ওই মামলায় উলিপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক রিপন মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল আলম জানান, শিক্ষার্থী আশিকুর রহমান হত্যা মামলায় রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদ...
ফরিদপুর প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে পুলিশের ট্রেইনি রিক্রুট কন...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুর...
মন্তব্য ( ০)