ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজ (এআরএমসি)এর নবীন বরণ- ২০২৪ অনুষ্ঠিত হয়। বুধবার (৩০) অক্টোবর ময়মনসিংহ নগরীর টাউন হলে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে খুবই জাঁকজমকপূর্ণ এই নবীন বরণ অনুষ্ঠানের আয়োজনে। এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলনের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন, এআরএমসি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও বাকৃবি'র অধ্যাপক ড. মো. আলী আশরাফ, এআরএমসি ফাউন্ডেশনের পরিচালক ও সিবিএসটি'র অধ্যক্ষ শাহ মো. মোস্তফা নূর, এআরএমসি'র গভর্নিং বডির সভাপতি মো. আব্দুর রাজ্জাক, এআরএমসি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রধান অতিথির বক্তব্যে মফিদুল আলম বলেন, উন্নত জীবন গড়ার প্রত্যাশায় ছাত্ররা এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে। জীবনের প্রকৃত সফলতা কোথায় তা আমাদের ভাবতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের সফলতা নিয়ে ভাবতে হবে। আমরা কোথায় ছিলাম, কোথায় এসেছি এবং কোথায় যাবো এই জীবন নিয়ে স্বচ্ছ ধারণা থাকতে হবে।
দুনিয়ার জীবনে পাওয়া না পাওয়ার প্রাপ্তি নিয়ে হতাশ হলে চলবে না। জীবনে বৃহত পরিসরকে বিবেচনায় আমাদের এগিয়ে যেতে হবে। আমরা রোবটিক লাইফ চাই না, আমরা মনুষ্যত্ব সম্মত একটি জাতি চাই। শিক্ষার পাশাপাশি নিজেদের চরিত্রবান হিসেবে গড়ে তুলতে হবে। অপসংস্কৃতিতে নিজেদের নিমজ্জিত করলে চলবে না। বাংলাদেশের কালচার ও শত বছরের ঐতিহ্যেকে লালন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তরুণ প্রজন্মের উল্লেযোগ্য সংখ্যক তরুণ মাদক সন্ত্রাসসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত রয়েছে। আমাদের এধরনের অপসংস্কৃতির সাথে নিজেকে সম্পৃক্ত করা যাবে না। জুলাই বিপ্লবের মাধ্যমে ৫ আগস্টে যে স্বাধীনতা পেয়েছি তার যথাযথ ব্যবহার করতে।
ছাত্ররা নিজেদের সুশিক্ষায় শিক্ষিত করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। বিশেষ অতিথি মোহছিনা খাতুন বলেন, প্রবীণ তার জায়গা ছেড়ে দিবে, নবীন তার জায়গা নিবে। নবীন ছাতেদের আগামী দিনের পথচলা যেন সুন্দর হয় সেই প্রত্যয় ব্যক্ত করেন। স্থিতি মেধাভিত্তিক রাষ্ট্র গঠনে ছাত্রদের ভূমিকা প্রত্যাশা করেন। অধ্যক্ষ এবং পরিচালনা মন্ডলীর সুদীর্ঘ পরিকল্পনা অনুয়ায়ী কাজ করায় সবাইকে স্বাগত জানান। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন পবিত্র কোরআনের বিবৃতি দিয়ে তিনি বলেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে সর্বোত্তম জাতি হিসেবে।
শিক্ষার উদ্দেশ্য যদি টাকা উপার্জন হয়, তাহলে সে শিক্ষা আমরা চাই না। ৫ আগস্টের বিপ্লবোত্তর সময়ে আমরা একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা চাই। বিগত ১৫ বছর আমাদের যে শিক্ষা ব্যবস্থা গেলানো চেষ্টা করা হয়েছে আমরা তেমন শিক্ষা ব্যবস্থা চাই না। আমরা চাই যে শিক্ষা ব্যবস্থা একটি জাতিকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে, আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবে। সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এছাড়াও নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষক ও ছাত্র অভিভাবকবৃন্দ।
মন্তব্য ( ০)