• অপরাধ ও দুর্নীতি

ঈশ্বরগঞ্জে জিয়ারুল হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

  • অপরাধ ও দুর্নীতি
  • ৩১ অক্টোবর, ২০২৪ ২১:৪২:৪১

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পূর্ব শুত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় কিশোর জিয়ারুল ইসলাম (১৭) হত্যার ঘটনায় মামলার প্রধান আসামিসহ ২ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে পুলিশ গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে। 

জানা যায়, বুধবার রাতে নিহত জিয়ারুল ইসলামের বাবা আলাল উদ্দিন বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২/৩জনকে আসামিকে করে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে রাতেই ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই কমল সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে ঢাকার শাহবাগ এলাকা থেকে মামলার প্রধান আসামি উপজেলার রফিয়ার আলগী গ্রামের আনোয়ার হোসেন (৪৫) ও ৬নং আসামি আমিনুল ইসলাম (২০)কে গ্রেফতার করে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবায়দুর রহমান বলেন, জিয়ারুল হত্যায় সিসিটিভি ফুটেজ দেখে ও অভিযোগের ভিত্তিতে মামলা প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। 

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা বাজারে পূর্ব শুত্রুতার জেরে এ ঘটনাটি ঘটে। আহত জিয়ারুলকে এলাকাবাসী উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে ওইদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়।

মন্তব্য ( ০)





  • company_logo