• বিশেষ প্রতিবেদন
  • লিড নিউজ

চাটমোহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভেলাবাইচ প্রতিযোগিতা দেখতে মানুষের ঢল

  • বিশেষ প্রতিবেদন
  • লিড নিউজ
  • ১৯ অক্টোবর, ২০২৪ ২০:৪৬:০৪

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে পাবনার চাটমোহরে শুরু হলো দুইদিনব্যাপী ভেলাবাইচ প্রতিযোগিতা। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার মহেলা গ্রামের কামার বিলে ৭ম বারের  এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। মহেলা গ্রামবাসীর আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার পারভেজ মধু। 

আলহাজ্ব আবু বক্কার প্রামানিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক। বিশেষ অতিথি ছিলেন শাহেদুর রহমান শাহেদ ও মজনুর রহমান মাস্টার। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে পাঁচটি ভেলা অংশগ্রহণ করে।

ভেলাগুলো হলো, খতবাড়ি নিউ বাংলার বাঘ, পাবনা এক্সপ্রেস, বাংলার দুলদুল, মহেলা এক্সপ্রেস ও বারকোনা মায়ের দোয়া। গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভেলাবাইচ প্রতিযোগিতা দেখতে বিলের চারপাশে নানা বয়সী নারী, পুরুষ, শিশু দর্শকের উপচে পড়া ভিড় দেখা যায়। আগামীকাল রোববার (২০ অক্টোবর) প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। 

মন্তব্য ( ০)





  • company_logo