ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: এক সময়ে নওগাঁ, সান্তাহার ও জয়পুরহাট অঞ্চলের মানুষের কাছে খাবারের জগতে সুনাম কুড়িয়েছে হোটেল স্টার। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন সান্তাহার জংশন দিয়ে যাতায়াত করা হাজার হাজার ট্রেনের যাত্রী ও অত্র অঞ্চলের ভোজন রসিক মানুষদের চাহিদা পূরণে কয়েক দশক ধরে সেবা দিয়ে এসেছে হোটেল স্টার। হোটেল স্টারের সকালের গরম ও নরম সুস্বাদু খিচুড়ির জুড়ি মেলা ভার। এছাড়া হোটেল স্টারের নিহারীর স্বাদ এখনো মানুষের মুখে লেগে আছে।
কিন্তু গত ৫আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ঐতিহ্যবাহী হোটেল স্টারের সবকিছু লুটপাট ও অগ্নিসংযোগ করে স্থানীয় দুর্বৃত্তরা। হোটেলে থাকা এসি, ফ্রিজ ও আসবাবপত্রসহ অন্যান্য সকল উপকরনগুলো চুরি হওয়ার পর আর কিছুই অবশিষ্ট নেই। এই ঘটনার পর থেকে তৎকালীন মালিক ফিরোজ আহম্মেদ আত্মগোপনে চলে গেলে বন্ধ হয়ে যায় হোটেল স্টারের সকল কার্যক্রম। আবার ঐতিহ্যবাহী এই হোটেল পূনরায় চালু করতে উদ্যোগ নিয়েছে এর নতুন মালিক পক্ষ। দ্রুতই হোটেল স্টার আবার তার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে নতুন করে তা কার্যক্রম শুরু করবে বলে জানান নতুন মালিক মো: মনোয়ার হোসেন বাদশা।
কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়ায় আমড়াতলী ম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২১ সালের ২...
নওগাঁ প্রতিনিধি: সরকারের ঘোষণা মোতাবেক সারাদেশের ন্...
গাজীপুর প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিট...
মন্তব্য ( ০)