• বিশেষ প্রতিবেদন

দিনাজপুরের মন্দিরে মন্দিরে আনন্দ উল্লাসে সিঁদুর খেলার উৎসব

  • বিশেষ প্রতিবেদন
  • ১৩ অক্টোবর, ২০২৪ ১২:৫১:১২

ছবিঃ সিএনআই

দিনাজপুর  প্রতিনিধিঃ দুর্গাপূজার বিজয়া দশমী শেষে আজ রবিবার সকালে দিনাজপুরের মন্ডপে মন্ডপে সিঁদুর খেলায় মেতে উঠেছিল সনাতনী বিবাহিত রমনীরা। ঢাকঢোলের বাজনার তালে তালে একে অপরকে সিঁদুর মাখিয়ে আনন্দ উৎসবে মেতে উঠেন তারা । 

এর আগে দেবী দুর্গার চরন সিঁথিতে সিঁদুর দান করে উলু ধনিতে সিঁদুরের সাথে পরষ্পরকে মিষ্টি খাইয়ে আনন্দ ভাগাভাগিতে মাতেন তারা। স্বামীর দীর্ঘায়ু সুস্হতা কামনার পাশাপাশি সন্তান স্বজন সংসারের সুখ সমৃদ্ধির প্রার্থনা জানানো হয়েছে দেবীর আর্শিবাদ।

বিকাল ৩ টা থেকে শুরু হবে প্রতিমা বির্সজন। এবার দিনাজপুরে ১ হাজার ২শত ৯ টি মন্ডপে আয়োজন করা হয়েছিল দুর্গা পূজার উৎসব।

মন্তব্য ( ০)





  • company_logo