ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শুরু হয়েছে ১০দিন বৃক্ষ মেলা। জেলার নার্সারি মালিকগণ বিভিন্ন প্রজাতির গাছের প্রদর্শনী ও বিক্রয়ের জন্য স্টল দিয়েছেন। তবে এ মেলায় নজর কাড়ছে এভারগ্রিন বাংলাদেশ নামের নার্সারির ফাইকাস নামের একটি বনসাই বৃক্ষ। ৩৮বছর বয়সের এই বৃক্ষের দাম ধরা হয়েছে ৬লাখ টাকা।এ বৃক্ষটি দেখতে ভীড় করছে বৃক্ষ প্রেমীরা।এ সময় মেলায় আসা দর্শনার্থী শাখাওয়াত আলম জানান, বৃক্ষটির দাম ৬লাখ টাকা চাওয়া হচ্ছে।যা অনেক বেশি।ফাইকাস বৃক্ষ একটি অলংকারিক গাছ।এ গাছ আগাওনাইড পরিবারের অন্তর্ভুক্ত।
বৃক্ষ প্রেমীদের কাছে এটি একটি জনপ্রিয় গাছ। এটি গৃহের সৌন্দর্য বৃদ্ধি করে। নার্সারিটির মালিক গোলাম মোস্তফা জানান,এ গাছটির বয়স ৩৮বছর।এর দাম ৬লাখ টাকা। আমার নার্সারিতে ৫লাখ টাকা দামের বটবৃক্ষ, আড়াই লাখ টাকা দামের আমবট সহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।এসব গাছ নিয়মিত যত্ন করতে হয়। বৃক্ষ মেলায় প্রদর্শন ও বিক্রয় করা হয়। তাছাড়াও অনলাইন প্লাটফর্মেও বিক্রি হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় স...
অর্থনীতি ডেস্ক: দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো পাকিস্তান ...
অনলাইন ডেস্কঃ বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার দুই স...
নিউজ ডেস্কঃ ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়...
মন্তব্য ( ০)