• বিনোদন

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বিপণ্ণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান শাবনূরের

  • বিনোদন
  • ২৮ মে, ২০২৪ ১৭:২৭:৪৪

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ গতকাল সোমবার বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে ঘূর্ণিঝড় রেমাল। ব্যাপকভাবে ক্ষতিগ্রেস্ত হয়েছে দেশের উপকূলীয় জেলাগুলো। কারও ঘর উড়ে গেছে, কারও ডুবেছে ফসল। বিপন্নপ্রায় জনজীবন। বিষয়টি নাড়িয়ে দিয়েছে ঢালিউড সুপারস্টার শাবনূরকে। কেঁদে উঠেছে তার প্রাণ। রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।বিষয়টি নিয়ে ইনস্টাগ্রামে শাবনূর লিখেছেন, আসুন ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বিপণ্ণ মানুষের পাশে দাঁড়াই এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করি। মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন।

তার কথায়, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলীয় এলাকাসহ দেশের অন্যান্য অঞ্চল। এখন পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে দীর্ঘ সময় ধরে চলা প্রবল এই ঘূর্ণিঝড়ের আঘাতে অনেকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অসংখ্য মানুষ, হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ।

মুক্তির অপেক্ষায় আছে শাবনূর অভিনীত সিনেমা ‘রঙ্গনা’।  পরিচালক আরাফাত হোসাইন। ‘রঙ্গনা’ সিনেমায় তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন কবির বকুল। সুর-কণ্ঠে থাকছেন ইমরান মাহমুদুল। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।

 

মন্তব্য ( ০)





  • company_logo