ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা সালমান খান পাঁজরে চোট পেয়েছিলেন। আসন্ন ছবি ‘সিকান্দার’-এর শুটিং চলাকালীনই তিনি এ দুর্ঘটনার শিকার হন। তবে এতদিন এ বিষয়ে কোনো কথা বলেননি ভাইজান। এবার ‘বিগবস’-এর একটি অনুষ্ঠানে গিয়ে নিজেই স্বীকার করলেন পাঁজরে চোট পাওয়ার কথা। ফটোসাংবাদিকদের সাবধানে চলাফেরা করারও আর্জি জানালেন তিনি।সালমানের চোট পাওয়ার কথা প্রকাশ্যে আনতে চাননি ‘সিকান্দার’ ছবির নির্মাতারা।
কিন্তু সম্প্রতি বিগবসে যোগ দিয়েছিলেন ভাইজান। সেখানে নিজের আসন ছেড়ে উঠতে তাকে বেশ বেগ পেতে হয়। এই দেখে সামাজিকমাধ্যমে অনেকেই দাবি করেন— অভিনেতার বয়স বাড়ছে। কিন্তু নেপথ্যে ছিল বুকের পাঁজরে চোট।সালমান বিগবসের অনুষ্ঠানে প্রবেশ করছিলেন চেনা মেজাজে। সেই সময়ে তাকে ঘিরে ধরেন ফটোসাংবাদকিরা। তখন সালমান সামান্য সুর চড়িয়ে সাবধান করেন তারা। ভাইজানকে বলতে শোনা যায়—একটু সাবধানে, আমার দুটো পাঁজর ভাঙা।ভাইজানখ্যাত বলিউড অভিনেতা গত জুন মাসে মুম্বাইয়ে শুরু করেন ‘সিকান্দার’-এর ছবির শুটিং।
৪৫ দিনের শিডিউলে মূলত অ্যাকশন দৃশ্যের শুটিং করবেন সালমান। মুম্বাইয়ে সেট তৈরি করতেই প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা খরচ করেছেন ১৫ কোটি টাকা। শেষে ইউনিট পাড়ি দেবে হায়দরাবাদে। বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন সালমান। একের পর এক হুমকি এসেছে ভাইজানের কাছে। এমনকি তার বাড়ির দেয়ালে হয়েছে গুলিবর্ষণ। তাই শুটিং ফ্লোরে অভিনেতার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সঙ্গে রয়েছে বিশেষ একটি দল। ছবিতে সালমান ছাড়াও রয়েছেন রাশমিকা মান্দানা, প্রতীক বব্বর এবং দক্ষিণী অভিনেতা সত্যরাজ।
হায়দরাবাদে শুটিংয়ের জন্য একটি প্রাসাদের সন্ধানে রয়েছেন নির্মাতারা। ছবির পরবর্তী শিডিউলের শুটিং হবে আগামী নভেম্বর মাসে। এই ছবির শুটিং ছাড়াও সালমান ব্যস্ত ‘বিগবস্ ১৮’ নিয়ে। এবারও তাকেই দেখা যাবে সঞ্চালকের ভূমিকায়।
কক্সবাজার প্রতিনিধিঃ টেকনাফ ২ বিজিবি"র অভিযান ...
নিউজ ডেস্কঃ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্য...
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহঃ আবরার ফাহাদের ৫ম শ...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় মাদকসেবন ও পরিব...
মন্তব্য ( ০)