• বিনোদন

এবার শুভ্র পোশাকে উত্তাপ ছড়ালেন রুনা খান

  • বিনোদন
  • ০৫ ডিসেম্বর, ২০২৪ ১২:০৫:৫৯

ফাইল ছবি

বিনোদন ডেস্কঃ ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। ৪১ বছর বয়সে এসেও ভিন্ন ভিন্ন লুকে নেটদুনিয়ায় রূপের দ্যুতি ছড়াচ্ছেন তিনি। বয়স যেন তার হাতের মুঠোয় বন্দি। দিন যতই যাচ্ছে বয়স যেন ততই কমছে

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন রুনা খান। সেখানে কিছু যৌন আবেদনময়ী ছবি প্রকাশ্যে এসেছে। রুনার পরনে রয়েছে সাদা অফ শোল্ডার বডিকোন গাউন। অন্যটিতে স্লিভলেস গাউন। আরেক ছবিতে সাদা লং কোটির সঙ্গে ম্যাচিং শর্ট প্যান্ট এবং ছোট ইনার টপস পরেছেন অভিনেত্রী। 

ভারি মেকআপ আর সব পোশাকেই বেশ যৌন আবেদনময়ী লুকেই ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি। সাহসী পোশাকে আকর্ষণীয় লুকে নেটিজেনদের মাঝে উত্তাপ ছড়ান রুনা। শুভ্র পোশাকে সবার নজর কাড়লেন এ অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন—কভারের সাদা কন্যা। সঙ্গে জুড়ে দিয়েছেন সাদা লাভ ইমোজি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করা মাত্রই নেটিজেনদের মাঝে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। রীতিমতো ভক্তদের মন্তব্যের ঝড় ওঠে।

মন্তব্য ( ০)





  • company_logo