ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলায় নবজাতক উদ্ধারের ঘটনায় আলোচিত মা রুমা আক্তার ও বাবা নূর ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন এবং নবজাতকে শীতবস্ত্র উপহার দেওয়া সহ বিভিন্ন সহায়তার আশ্বাস দিলেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাওয়াল মির্জাপুর এলাকায় ইটভাটায় গিয়ে তিনি তাদের সঙ্গে দেখা করেন এবং খোঁজখবর নেন। এসময় তিনি নবজাতকের সুরক্ষা ও পরিবারের সার্বিক কল্যাণে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
ওসি আব্দুল হালিম বলেন, "নবজাতককে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা সন্তুষ্ট। শিশুটির মা-বাবাকে সহযোগিতা করার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাদের মানবিক সহায়তা এবং আইনগত সুরক্ষা নিশ্চিত করা হবে।
এসময় তিনি নবজাতককে একটি শীতবস্ত্র উপহার দেন এবং পরিবারটির আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশে পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।
রুমা আক্তার ও নূর ইসলাম ওসির এমন উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, "আমরা পুলিশের প্রতি কৃতজ্ঞ। তারা আমাদের সন্তানকে উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে এবং রাতে খাবার সহ শীত বস্ত্র নিয়ে এসে খোঁজখবর নিয়ে আমাদের পাশে থেকে সহায়তা করছেন। আমরা আশাবাদী যে, ভবিষ্যতেও তারা আমাদের পাশে থাকবেন।
স্থানীয়রা ওসির এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, "এ ধরনের উদ্যোগ সমাজে পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়াবে। এটি অত্যন্ত প্রশংসনীয় কাজ।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর গাজীপুর সদর উপজেলার মির্জাপুর পূর্বপাড়া গ্রামে বাড়িওয়ালা নাছিমা বেগম নবজাতককে জিম্মি করে দেড় লাখ টাকা দাবি করেছিলেন বলে অভিযোগ ওঠে। পরে পুলিশের তৎপরতায় নবজাতককে উদ্ধার করে মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত নাছিমা বেগমের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এর আগে, ''গাজীপুরে নবজাতককে জিম্মি করে অর্থ দাবির অভিযোগ: পুলিশের সহায়তায় উদ্ধার'' শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে এক ব্যবসায়ীর ৭টি...
বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের প্রলোভনে পড়ে ভারতে প...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ রাতে শীতার্তদের কষ্ট...
নওগাঁ প্রতিনিধি: জনগণের স্বার্থ উপেক্ষা করে অবিলম্বে প্রি...
মন্তব্য ( ০)