• প্রশাসন

অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • প্রশাসন
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ১৮:১৭:০২

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ  রংপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে অসহায় গরীব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন রংপুর এরিয়ার লেডিস ক্লাব ও সেনা পরিবার কল্যাণ সমিতি রংপুর অঞ্চলের তত্ত্বাবধানে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

রোববার (১৫ ডিসেম্বর) সকালে নগরীর নিসবেতগঞ্জ জরিমুন নেছা স্কুল এন্ড কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ করেন, লেডিস ক্লাবের সভাপতি মির্জা সানজীদা হাসানসহ ক্লাবের অন্য সদস্যরা। 

লেডিস ক্লাব সভাপতি মির্জা সানজীদা হাসান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের যে কোন উন্নয়ন কর্মকান্ডসহ বিভিন্ন দূর্যোগ মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। উত্তরাঞ্চলে শীতের প্রকোপ থেকে অসহায় মানুষদের রক্ষায় প্রতি বছরের মত এবারও শীতবস্ত্র প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও দেশের সাধারণ জনগণের জন্য সেনাবাহিনী বিভিন্ন কল্যাণমূলক কাজ অব্যহত থাকবে বলে জানান তিনি।

মন্তব্য ( ০)





  • company_logo