ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান সজল চন্দ্র দাস (৩৫) কে গ্রেফতার হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় গোপালদী বাজার ব্রিজ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশের সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সজল চন্দ্র দাস আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রামের মৃত গুরু চন্দ্র দাসের ছেলে। তিনি ৭ থেকে ৮টি ডাকাতি মামলার আসামি। এর মধ্যে ২০১৩ সালে তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রুজু হয়।
দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে। আড়াইহাজার থানার এসআই হাসান মাতাব্বর এবং এএসআই আমিনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন জানায়, সজল চন্দ্র দাস দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।আড়াইহাজারে ডাকাত নিধনে আমাদের অভিযানে ইতিমধ্যেই ১০/১২ জন শীর্ষ ডাকাত সর্দারদের গ্রেফতার হয়েছে।আমাদের এই অভিযান অভ্যাহত থাকবে।
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে যিশু খ্রিস্টের জন্...
অনলাইন ডেস্কঃ ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপ...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলায় নবজাতক উদ্ধারের ঘট...
পবিপ্রবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলাদেশ...
মন্তব্য ( ০)