• অপরাধ ও দুর্নীতি

রৌমারীতে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ২০:০৮:২৩

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ৫১ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম গত ১৩ ডিসেম্বর রাতে যাদুরচর ইউনিয়নের সায়দাবাদ বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ৫১ পিস ইয়াবাসহ রৌমারী টেংরাপাড়া এলাকার মাদক কারবারি মোঃ আলম মিয়া (২৪)কে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত রয়েছে। 

মন্তব্য ( ০)





  • company_logo