• অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ

দিনাজপুরের ঘোড়াঘাটে ৪৪ লাখ টাকার টাপেন্টাডল উদ্ধার, আটক ২

  • অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ১৯:৫৯:৪২

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ৪৪ লাখ টাকা মূল্যের নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্হানীয় থানা পুলিশ। গেল ১৭ ডিসেম্বর মঙ্গলবার রাতে ওই অভিযান চালিয়েছে তারা। 

 ঘোড়াঘাট থানার ইনচার্জ নাজমুল হক জানান,  মঙ্গলবার রাতে ঘোড়াঘাটের কামদিয়া এলাকায় সড়কে চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি তল্লাসী করে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছে নেশাজাতীয় ২২ হাজার পিচ নিষিদ্ধ টাপেন্টাডল টেবলেট উদ্ধার করা হয়েছে। বাজার দর অনুযায়ী মূল্য ৪৪ লাখ টাকা। 

গ্রেফতার ২ মাদক ব্যবসায়ীর মধ্যে গাইবান্ধার  গোবিন্দগঞ্জের আইভাঙ্গী গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবু হায়াত (৩৭) এবং  দিনাজপুরের ঘোড়াঘাটের মিতালি গুচ্ছগ্রামের বাসিন্দা সেকেন্দার আলীর ছেলে আঁখিনূর মিয়া (৩৬)।

গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রেকর্ড করে আজ বুধবার আদালতের মাধ্যমে কারাগারে  পাঠানো হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo