• অপরাধ ও দুর্নীতি

মিরসরাইতে ৪৮ কেজি গাঁজা-প্রাইভেটকারসহ আটক ১ 

  • অপরাধ ও দুর্নীতি
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ১৬:০৮:০২

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাইতে ৪৮ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (১১ ডিসেম্বর ২০২৪) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার আটক করা হয়। যার রেজিস্ট্রেশন নম্বর চট্টমেট্রো-গ-১২-৪০৫২। 

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয় এবং পলাতক সহকারীর অনুসন্ধান চলছে। এসময় আটককৃত গাঁজার মূল্য আনুমানিক মূল্য ৪,৮০,০০০ টাকা এবং প্রাইভেট কারের মূল্য প্রায় ১৫,০০,০০০ টাকা বলে জানায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শিফাতুল মাজদার।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শিফাতুল মাজদার জানান, গ্রেফতারকৃত আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের শেষে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়। এবং পলাতক সহকারীকে আটকের বিষয়ে অনুসন্ধান চলছে। 

মন্তব্য ( ০)





  • company_logo