ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: কোন রকম দালালের খপ্পরে পড়ে হয়রানি বা প্রতারিত না হয়ে শুধুমাত্র মেধার ভিত্তিতে লালমনিরহাটে পুলিশে চাকুরী পেল ৩৬ জন তরুণ তরুণী। শুধুমাত্র ১শ২০টাকায় ফরম পূরণ করে আর পরীক্ষায় অংশ গ্রহণ করে উর্ত্তীণ হয়ে চাকুরী পেয়ে খুশি তারা ও তাদের পরিবারের লোকজন। ফলাফল ঘোষণা শেষে শনিবার সকালে পুলিশ লাইন ড্রিল শেডে চাকুরী প্রাপ্তদের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার সহ পুলিশ কর্মকর্তাগণ।
এক সময় ছিল উৎকোচ না দিলে পুলিশে চাকুরী মিলেনা। কিন্তু সে দিন বদলেছে। অনেকের ধারণা ছিল পুলিশে নিয়োগ পেতে হলে টাকা দিতে হয়। কিন্তু বর্তমানে মেধায় আর শারীরিক যোগ্যতায় পেল এসব বেকারেরা চাকুরী। চাকুরী প্রাপ্ত সুখি মনি খাতুন, তারেক ইমাম জানান,আমরা গরিব মানুষ।১২০টাকায় চাকুরীতে আবেদন করেছি।আর কোথাও কোন টাকা পয়সা লাগেনি। ঘুষের বিনিময়ে চাকুরী হলে আমাদের মতো গরীব মানুষেরা মেধাবী আর যোগ্যতাসম্পন্ন হলেও চাকুরী পেতাম না।সদর উপজেলার ঢাকনাই গ্রামের ফেরিওয়ালা ফজলুল হক বলেন, পুলিশে চাকুরী নিতে কোন প্রকার দালাল ধরতে হয়নি। আমার মেয়ের নিজ যোগ্যতায় চাকুরী হয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, পুলিশের জন্য জেলায় আবেদন পড়েছিল ৩হাজার ৫৯৮টি।এর মধ্যে পরীক্ষা ও শারীরিক যোগ্যতায় ৩৬জন চাকুরী পেয়েছে। শুরু থেকেই আমাদের পুলিশ বিভাগ তৎপর ছিল।কোন প্রকার দালাল বা প্রতারণার শিকার যেন না হন প্রার্থীরা। উর্ত্তীণদের পুলিশে চাকুরী পেতে শুধু আবেদন ফরম পূরণ বাবদ ১শত ২০টাকা খরচ হয়েছে।
মানিকগঞ্জ প্রতিনিধিঃ রাতে শীতার্তদের কষ্ট...
নওগাঁ প্রতিনিধি: জনগণের স্বার্থ উপেক্ষা করে অবিলম্বে প্রি...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে যিশু খ্রিস্টের জন্...
অনলাইন ডেস্কঃ ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপ...
মন্তব্য ( ০)