• প্রশাসন

কুড়িগ্রাম জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন করলেন ডিআইজি

  • প্রশাসন
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ১৭:০৮:৪০

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম। বুধবার(১১ ডিসেম্বর) পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত বার্ষিক পরিদর্শন প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ডিআইজি।

এরপর ডিআইজি কুড়িগ্রাম জেলা রিজার্ভ অফিস সহ অস্ত্রাগার, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, বিভাগীয় ভান্ডার, ক্লোথিং স্টোর, মোটরযান শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পরিদর্শন করেন। 

পরিদর্শন সময়ে সাথে উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মসুদ রানা, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামান, সকল থানা/ইউনিট ইনচার্জ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ।

মন্তব্য ( ০)





  • company_logo