ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ ২০২৩ সালে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চড্ডা সাত পাকে বাঁধা পড়েন। গত সেপ্টেম্বরে তাদের প্রথম বিবাহবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি প্রকাশ্যে দাম্পত্য জীবন নিয়ে কৌতুক করায় স্বামীর আচরণে অপ্রস্তুত অভিনেত্রী।
সম্প্রতি একটি চ্যাট শোয়ে পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা অংশগ্রহণ করেন। সেখানে তাদের বৈবাহিক জীবন নিয়ে একাধিক প্রশ্ন করেন সঞ্চালক। তবে পুরো শোজুড়েই রাঘবকে বৈবাহিক জীবন নিয়ে হাসিঠাট্টা করতে দেখা যায়। একসময় রাঘবের উত্তর শুনে পরিণীতিও অপ্রস্তুত হয়ে পড়েন। পাল্টা স্বামীকে মুখ বন্ধ রাখার নির্দেশ দেন। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সঞ্চালকের উদ্দেশে রাঘবকে বলতে শোনা যায়, আমরা বিয়ে করে আনন্দে রয়েছি। ও আনন্দে রয়েছে আর আমি বিবাহিত। স্বামীর মুখে এ ধরনের কথা শুনেই পরিণীতি চমকে ওঠেন। তার মুখ দেখেই তা স্পষ্ট বোঝা যায়। পরে তিনি রাঘবকে চুপ করে থাকতে অনুরোধ করেন। একাধিকবার বৈবাহিক জীবন নিয়ে মশকরা করতে দেখা গেছে আপ নেতাকে।
তিনি বলেন, দাম্পত্যে সবসময়েই একজন সঠিক, অন্যজন হলো স্বামী। এরই সঙ্গে রাঘব জানান, তাদের মধ্যে কোনো ঝগড়া হলে, তিনিই আগে পরিণীতিকে মানিয়ে নেন। পরিণীতিও নাকি বুঝিয়ে দেন, দোষ ছিল স্বামীর।
নওগাঁ প্রতিনিধি: জনগণের স্বার্থ উপেক্ষা করে অবিলম্বে প্রি...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে যিশু খ্রিস্টের জন্...
অনলাইন ডেস্কঃ ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপ...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলায় নবজাতক উদ্ধারের ঘট...
মন্তব্য ( ০)