• অপরাধ ও দুর্নীতি

নৌবাহিনীর অভিযানে নোয়াখালীর হাতিয়া থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:৫৮:০৪

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি: সরকারের নির্দেশনা মোতাবেক অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রশাসন। লাইসেন্সধারী অস্ত্র জমা নেওয়ার পাশাপাশি সারাদেশে চলছে অবৈধ অস্ত্র উদ্ধারের চিরুনি অভিযান। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী বুধবার ১৮ সেপ্টেম্বর  দিবাগত রাতে একটি অভিযান চলাকালীম নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ বোয়ালিয়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এ সময় একটি পরিত্যক্ত বাড়ি হতে মাটির নিচে পুঁতে রাখা এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয় বাংলাদেশ নৌবাহিনী। সেখানে পুঁতে রাখা ১টি বন্দুক, ৩টি থ্রিকোয়াটার এলজি, ২টি এলজি গানসহ ১৭টি রকেট প্যারশ্যুট ফ্লেয়ার উদ্ধার করেন তারা।

বাংলাদেশ নৌবাহিনী চট্টগ্রাম জানায়  উদ্ধারকৃত এসব আগ্নেয়াস্ত্রসমূহ পরবর্তীতে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। উলে­খ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে।

মন্তব্য ( ০)





  • company_logo