ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ ঢাকাই সিনেমার ‘প্রিয়দর্শিনী’ খ্যাত চিত্রনায়িকা মৌসুমী ও জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরীর বন্ধুত্ব দীর্ঘদিনের। সেই বন্ধুত্ব থেকে রবি চৌধুরী তার সুর ও সংগীতে গান করিয়েছেন মৌসুমীকে। এক মঞ্চে তাদের দুজনকে গাইতেও দেখা গেছে কয়েকবার। তবে এবার দীর্ঘ ১৩ বছর পর দেশের বাহিরের কোনো শোতে এক মঞ্চে দেখা গেল এই দুই তারকাকে।সর্বশেষ দেশের বাইরে তারা পারফর্ম করেন ২০১১ সালে, সেটা ছিল কাতারে। এর পর অবশ্য বাংলাদেশের কয়েকটি মঞ্চে তাদের একসঙ্গে দেখা গেছে।জানা যায়, যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে স্টেজ শো করতে ৫ দিন আগে বাংলাদেশ ছাড়েন রবি চৌধুরী।
নিউইয়র্কে নেমে পরদিন তিনি চলে যান নিউজার্সি। সেখানকার একটি মঞ্চে গত শনিবার তারা একটি স্টেজ শোতে পারফর্ম করেছেন।নিউজার্সির মঞ্চে চিত্রনায়িকা মৌসুমী ও সংগীতশিল্পী রবি চৌধুরী একসঙ্গে কয়েকটি গান পরিবেশন করেন। দুই বন্ধুর গান উপস্থিত শ্রোতারা বেশ উপভোগ করেন।গণমাধ্যমকে রবি চৌধুরী জানিয়েছেন, নিউজার্সি, আলবেনি, ফ্লোরিডা ও মিশিগানে স্টেজ শো চূড়ান্ত হয়েছে। সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকছেন চিত্রনায়িকা মৌসুমী। ইদানীং তাকে সেখানকার মঞ্চেও পাওয়া যাচ্ছে। তারই ধারাবাহিকতায় নিউজার্সির মঞ্চে গেয়েছেন মৌসুমী।
বন্ধু মৌসুমীর গানে প্রতিভা নিয়ে রবি চৌধুরী বলেন, নায়িকা হিসেবে সবার কাছে পরিচিত হলেও সে দারুণ গান গায়, এটা কিন্তু আমার বন্ধু বলে বলছি না। অভিনয়ের কারণে গানটা হয়ত গাইতে পারেনি। তবে যখনই গেয়েছে, মন দিয়েই গেয়েছে। আমাদের দুই বন্ধুর জন্য চমৎকার একটা সময় কাটবে, এটাই অনেক বেশি ভালো লাগার।
কক্সবাজার প্রতিনিধিঃ টেকনাফ ২ বিজিবি"র অভিযান ...
নিউজ ডেস্কঃ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্য...
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহঃ আবরার ফাহাদের ৫ম শ...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় মাদকসেবন ও পরিব...
মন্তব্য ( ০)