• বিনোদন

শুটিং করতে গিয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা জানালেন অমৃতা

  • বিনোদন
  • ৩০ আগস্ট, ২০২৪ ১৬:২২:৫১

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ শিগগিরই মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ় ‘ইন্সপেক্টর নলিনীকান্ত ২’। ‘নন্দিনী’ চরিত্রে অভিনয় করেছেন টালিউড অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায়। স্বামীর সঙ্গে পাহাড়ি এলাকায় বাস নন্দিনীর। পাহাড়ের কোলে এক বিলাসবহুল বাড়িতে তাদের সংসার।— এ সিনেমার গল্পে এমনই চিত্র উঠে এসেছে। তাই সিরিজের অধিকাংশ শুটিং হয়েছে ডুয়ার্সের তাকদা অঞ্চলে। সেখানেই নানা রকম রোমাঞ্চকর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এ অভিনেত্রী।আনন্দবাজার সূত্র জানায়, পাহাড়ের কোলে শুটিং। থাকার ব্যবস্থা হয়েছে এলাকারই একটি গেস্ট হাউসে। কিন্তু রাত গড়াতেই হাতির হামলা। শুটিং করতে গিয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা জানালেন অমৃতা— হাতির কবলে পড়তে পড়তেও বেঁচেছিলেন তিনি।

অভিনেত্রী বলেন, আমি যে দিন ডুয়ার্সে গিয়ে পৌঁছাই, তার একদিন আগে শুটিং শুরু হয়েছে। শুটিংয়ে পৌঁছে এসব শুনে ভয় পেয়েছিলাম। রাতে নাকি একটি হাতি এসেছিল। গেস্ট হাউসের পাশেই রয়েছে কলাবাগান। তাই হাতি চলে আসে। এমনকি হাতিটি নাকি গেস্ট হাউসের দেয়াল পর্যন্ত ভেঙে দিয়ে যায়। আসলে জঙ্গলের এক থেকে দেড় কিলোমিটার ভেতরে ছিল লোকেশন। সবাই বিষয়টি নিয়ে খুব ভয়ে ছিলেন। হাতি যাতে আর না আসে, তাই কলাগাছগুলো কেটে দেওয়া হবে কিনা, তা নিয়েও আলোচনা হয়।ভয় পেয়েছিলেন অমৃতাও। তবে আর কোনো দিন হাতি হানা দেয়নি। যদিও গন্ডার ও চিতাবাঘ নিয়ে আতঙ্ক তৈরি হয়েছিল। অমৃতা বলেন, দীর্ঘক্ষণ ধরে শুটিং চলছে আমাদের। আমাদের চা বাগানের মধ্য দিয়ে ফিরতে হতো।

কলাকুশলীদের মধ্যে কয়েকজন স্থানীয় বাসিন্দা ছিলেন। তারা বলতেন— সাড়ে ৮টা বেজে গেছে। এমনিতে কোনো অসুবিধা নেই। কিন্তু মাঝেমধ্যে গন্ডার ও চিতাবাঘ বেরোয় এ রাস্তায়। ওরা অবশ্য বিশেষ ভয় পায় না। কারণ ওদের অভ্যাস হয়ে গেছে। বাইকে যাতায়াত করেন। আমাদের সঙ্গেও গাড়ি ছিল। কিন্তু আমরা তো জঙ্গল ভ্রমণে যাইনি। তাই মনের মধ্যে ভয় তো ছিলই। তবে সবটা পেরিয়ে শুটিংটা যে নির্বিঘ্নে হয়েছে, এটিই বড় কথা।

মন্তব্য ( ০)





  • company_logo