ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ 'সুড়ঙ্গ' সিনেমা দিয়ে গত বছরের জুন মাসে বড় পর্দায় অভিষেক হয় অভিনেতা আফরান নিশোর। এরপর প্রায় দেড় বছর হয়ে গেলেও দেখা নেই নিশোর। ওদিকে ভক্তরা অপেক্ষায় প্রিয় তারকাকে নতুন সিনেমায় দেখার। সে অপেক্ষার অবসান ঘটল। নিশোর পরবর্তী সিনেমার নাম 'দাগী'। কয়েকদিন আগে পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করা হয়েছে।
বিশ্বস্ত সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘দাগী’র সিনেমাটি পরিচালনা করবেন শিহাব শাহীন। শুটিং শুরু হবে নভেম্বর মাসের মাঝামাঝি। আসছে রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নিশোর বিপরীতে কাকে দেখা যাবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি।
শিহাব শাহীন সংবাদমাধ্যমকে বলেন, কিছুদিনের মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমাটি নিয়ে সবকিছু ঘোষণা করবে। তার আগে আমি কিছু বলতে পারবো না। 'সুড়ঙ্গ' সিনেমায় নিশোর বিপরীতে ছিলেন তমা মির্জা। এটি নির্মাণ করেন রায়হান রাফী। তুমুল ব্যবসা করেছিল ছবিটি।
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট ...
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে বোরো বীজের বরাদ্দে নেই কো...
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে দোতলা ভবনের এক...
মন্তব্য ( ০)