ছবিঃ সংগৃহীত
কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের মেরিনড্রাইভ সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক বিদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ডেনিয়াল পর্ল মেগরেইন (৪৯), যিনি অস্ট্রেলিয়ার নাগরিক বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উখিয়া উপজেলার সোনারপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন জানিয়েছেন, নিহত ব্যক্তি একটি ভাড়া করা মোটরসাইকেল নিয়ে মেরিনড্রাইভ সড়কে চলাচল করছিলেন। হঠাৎ করে বাইকটির নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ওসি আরিফ আরো জানান, প্রাথমিকভাবে জানা গেছে যে নিহত ব্যক্তি অস্ট্রেলিয়ান নাগরিক, তবে তিনি কি পর্যটক নাকি কোনো সংস্থার প্রতিনিধি, তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আরও তদন্ত চলছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে, তবে বিস্তারিত তথ্য এখনও প্রাপ্ত হয়নি। তবে স্হানীয়দের ধারণা তিনি কক্সবাজার বেড়াতে এসেছেন কিংবা এনজিওতে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)