ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ বাইরে একা বের হলেই নাকি আতঙ্কে ভোগেন বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। কারণ, অভিনেত্রীর সঙ্গে গত কয়েক মাস আগে ঘটে বসে এক কাণ্ড। এরপর থেকে তা স্মরণ করলে এখনও গায়ে কাঁটা দেয় অভিনেত্রীর।
গত কয়েক মাস আগে মুম্বাইয়ের বান্দ্রায় রবিনার গাড়ি থামিয়ে চড়াও হন তিন নারী। দাবি, রাবিনার গাড়ি নাকি তাদের ধাক্কা মেরেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে রাবিনাকে মারতে উদ্যত হন ওই তিনজন। এরপর থেকেই মনে ভয় ধরেছে রাবিনার। সেই ভয় মনে রেখেই সম্প্রতি কয়েক পুরুষকে দেখে আতঙ্কে পড়ে যান অভিনেত্রী। তবে অযথা ভয় পাওয়াতে অনুতপ্তও রাবিনা। বিষয়টি নিয়ে অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন রাবিনা ট্যান্ডন। নিজের ভয়ের কারণেই একটি ভুল করে বসেন অভিনেত্রী, এমনটি তুলে ধরেন।
রাবিনা জানান, কিছুদিন আগে লন্ডনের রাস্তায় কয়েকজন পুরুষ তার দিকে এগিয়ে যান। তাতেই ভয়ে সিঁটিয়ে যান অভিনেত্রী। ওই ব্যক্তিরা জানতে চান, তিনিই রাবিনা ট্যান্ডন কি না। কিন্তু অভিনেত্রী নিজের পরিচয় অস্বীকার করে সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যান। পরে নিজের এই কাজে অনুতপ্ত হন রবিনা। জানান, ওই ব্যক্তিরা হয়তো সেলফি তুলতে এসেছিলেন। কিন্তু জুন মাসের ঘটনার স্মৃতি এখনও তার মনে রয়েছে। সেই কারণেই ভয় পেয়ে যান। এমন ব্যবহারের জন্য নিজের অনুরাগীদের কাছে ক্ষমাও চান রবিনা।
এদিকে বিষয়টি নিয়ে খবর হতেই অভিনেত্রীর সঙ্গে সেলফি তুলতে আসা ব্যক্তিদের একজন প্রতিক্রিয়া দেন। ভাবিন নামের ওই ব্যক্তি জানান, তিনি সেলফি তুলতেই অভিনেত্রীর কাছাকাছি গিয়েছিলেন এবং তার ব্যবহারে অত্যন্ত অপমানিতও বোধ করেছিলেন। কিন্তু রাবিনার পোস্ট দেখে বিষয়টি বুঝতে পেরেছেন এবং এতে অভিনেত্রীর প্রতি তার সম্মান আরও বাড়িয়েছেন।
তার এই বক্তব্য শেয়ার করে রাবিনা জানান, নিশ্চিতভাবেই একদিন অনুরাগীর সঙ্গে দেখা করবেন এবং ছবিও তুলবেন।
বিনোদন ডেস্কঃ ভালোবেসে ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন ভারতে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ সনাতন ধর্মালম্বীদের সবচেয়...
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ বত্রিশ গোপীনাথ জিউর আখড়ায় ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য আ...
মন্তব্য ( ০)