ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ ভারতীয় র্যাপ গায়ক বাদশার ঘর ভেঙেছে বছর তিনেক হলো। ছড়িয়েছে গায়কের নতুন সম্পর্কে জড়ানোর খবর। কিন্তু প্রথম সংসার ভাঙার কারণ অজানা ছিল ভক্তদের। এবার বাদশা জানালেন স্ত্রী জেসমিনের সঙ্গে সংসার ভাঙার কারণ। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাদশা জানান, তারা দুজনেই আপ্রাণ চেষ্টা করেছিলেন, যদি কোনোভাবে নিজেদের বিয়েকে বাঁচাতে পারেন।
কিন্তু তাদের দাম্পত্য জীবন প্রতিনিয়ত অস্বাস্থ্যকর হয়ে উঠছিল। যার প্রভাব পড়ছিল সন্তানের ওপর। বাদশা বলেন, “আমরা আমাদের সেরাটা দিয়েছিলাম। যথাসাধ্য চেষ্টার পরেও আলাদা হয়েছি শুধুমাত্র সন্তানের কথা ভেবে।” এদিকে বিচ্ছেদের পর জেসমিন থিতু হয়েছেন লন্ডনে। বাদশা-জেসমিনের ঘরে জেসমিন গ্রেস মাসিহ সিং নামে এক কন্যা সন্তান রয়েছে। মায়ের সঙ্গে লন্ডনেই থাকে সে। ফলে বাবা-মেয়ের কালেভাদ্রে হয় বলে জানান গায়ক। তার কথায়, “দেখা করি ওর সঙ্গে।
তবে খুব বেশি দেখা হওয়ার সুযোগ থাকে না, যেহেতু ও লন্ডনে থাকে।”গুঞ্জন আছে, ইশা রিখি নামের এক পাঞ্জাবি নায়িকা সঙ্গে হৃদয়ঘটিত সম্পর্ক চলছে বাদশার। এক বছর ধরে নাকি ডুবে ডুবে জল খাচ্ছেন বাদশা-ইশা। গায়কের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এক বন্ধুর মাধ্যমে পার্টিতে ইশার সঙ্গে পরিচয় হয় বাদশার। শুরুতেই তারা বুঝতে পেরেছিলেন তাদের চলচ্চিত্র ও সংগীতের রুচি এক।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে দোতলা ভবনের এক...
ফেনী প্রতিনিধিঃ ঢাকায় সুন্নি ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ট্রাকের ...
মন্তব্য ( ০)