• খেলাধুলা

শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টানা হারে হোয়াইটওয়াশ হলো শ্রীলংকা ক্রিকেট দল। আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৬ উইকেটে হেরে যায় লংকানরা।

এদিন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ৪৫.২ ওভারে ২১১ রানে অলআউট হয় শ্রীলংকা। ৩০০ বলে ২১২ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ৩২ বল হাতে রেখে ৬ উইকেটে জয় লাভ করে পাকিস্তান।

দলের জয়ে ৯২ বলে চার বাউন্ডারিতে ৬১ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ রিজওয়ান। ১১৫ রানে ৪ উইকেট পতনের পর পঞ্চম উইকেটে হুসেইন তালাতের সঙ্গে ১০০ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রিজয়ান। ৫৭ বলে এক বাউন্ডারিতে ৪২ রান করেন হুসেইন তালাত। ৪৫ বলে আট বাউন্ডারিতে ৫৫ রান করেন ওপেনার ফখর জামান।

রোববার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে শ্রীলংকা। ৮.১ ওভারে উদ্বোধনী জুটিতে ৫৫ রান স্কোর বোর্ডে যোগ করে সাজঘরে ফেরেন পাথুম নিশাঙ্কা। তিনি হারিস রউফের বলে বোল্ড হওয়ার আগে ২৭ বলে চার বাউন্ডারিতে ২৪ রান করেন। 

দলীয় ৬৯ রানে ফেরেন আরেক ওপেনার কামিল মিশ্রা। তিনি ৩০ বলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ২৯ রান করে আউট হন। দলীয় ১১২ ও ১২৩ রানে আউট হয়েছেন কুশাল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস। 

অধিনায়ক কুশাল মেন্ডিস ৫৪ বলে ৩ বাউন্ডারিতে ৩৪ রান করলেও ৯ বলে ১০ রানের বেশি করতে পারেননি কামিন্দু মেন্ডিস। এরপর দলের হয়ে একাই লড়াই করে যান সাদিরা সামারাবিক্রমা। তিনি দলের হয়ে হয়ে ৬৫ বলে দুই বাউন্ডারিতে সর্বোচ্চ ৪৮ রান করেন।

পাকিস্তানের হয়ে ৩ উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম। দুটি করে উইকেট নেন হারিস রউফ ও ফয়সাল আকরাম।

 

মন্তব্য (০)





image

অবসর নিয়ে যা ভাবছেন সাকিব

স্পোর্টস ডেস্ক : গত বছর ভারত সফরে জাতীয় দলের হয়ে খেলেছেন সাকিব আল হাসান।...

image

পর্তুগালকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : পর্তুগালকে হারিয়ে প্রথমবার ফুটসাল বিশ্বকাপের শিরোপা জিত...

image

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে-কখন?

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে কে কোন গ্রুপে আছে, তা জানা হয়ে গেছে গত শ...

image

আর্জেন্টিনার গ্রুপ দেখে যে হুঁশিয়ারি দিলেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানালেন, কাতার বিশ্বকাপ...

image

বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে কেন থাকছেন না মেসি

স্পোর্টস ডেস্ক : ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে এবার আয়োজিত হতে য...

  • company_logo