• সমগ্র বাংলা

চরফ্যাশনে আগুনে ২৬টি দোকান পুড়ে ছাই

  • সমগ্র বাংলা
  • ১৮ জানুয়ারী, ২০২০ ১৭:৩৫:৪২

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধিঃ চরফ্যাশন শহরের থানা রোড ২৬টি ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। ধমকল বাহিনীর ৩টি ইউনিট ১ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে স্বক্ষম হয়। গতকাল শনিবার রাত অনুুুুুুুমানিক ১টা- ১০মিনিটে এই আগুনের সূত্রপাত ঘটে। পবিত্র স্টোর মালিক করিব বলেন, গত বছরও আগুন লেগে সম্পন্নরুপে পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। টিনের চাউনি দিয়ে আবার ব্যবসায় শুরু করে ওই ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে এবছর প্রায় ৪লক্ষ্য টাকার মালামাল পুড়ে যায়। একই উক্তি হাডওয়াক মালিক অজিউল্লাহ’র। স্থানীয় সংসদ আবদুুল্লাহ আল ইসলাম দেশের বাহিরে থাকা আগুনে পুড়ে যায় ক্ষতিগ্রস্থ্য এলাকা পরিদশন করতে দলীয় নেতাকমীকে নিদেশ প্রদান করেন। শহর ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক মনির উদ্দিন চাষী কালের কন্ঠকে বলেন, একাধিক মুদি দোকান, ইলেকট্রিক,হাডওয়াক দোকান,একাধিক মুদি ব্যবসায়ীদের গুদামঘর, পুড়ানো জামাকাপড়ের দোকানসহ প্রায় ২৬টি দোকান সম্পন্নরুপে পুড়ে ছাই হয়েছে। সাড়ে ৩কোটি টাকার মত ক্ষতি হয়েছে। স্থানীয় সংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ক্ষতিগ্রস্থদের তালিকাসংগ্রহ করে ক্ষতিপুুুুুুুুরুণের আশ্বাস প্রদান করেছেন। চরফ্যাশন ফায়ার ষ্টোশন সাব অফিসার কবির ইকবাল বলেন,আগুন নিয়ন্ত্রণ আনতে লালমোহন ও বোরহান উদ্দিন ফায়ার সাভিষের ৩টি ইউনিট কাজ করেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত সেটা এখনো স্পষ্টভাবে বলা যাচ্ছে না। কেউ বলছে ‘কয়েল,বিদ্যুৎ বা কেউ আগুন ধরিয়ে দিয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo