ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধিঃ দেশরত্ন শেখ হাসিনার ৪৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বগুড়ায় শুক্রবার বাদজুম্মা শহরের চকসুত্রাপুর মাদ্রাসায় এতিম শিশুদের নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বগুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর যুবনেতা আব্দুল মতিন সরকারের উদ্যোগে প্রতিবছরের ন্যায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইফতেখার হাসান জিশু এবং জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আরিফ হোসেন কমল। অনুষ্ঠানে কোমলমতি শিশুরা সম্মিলিত কন্ঠে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু এবং দেশ ও দশের মঙ্গল কামনা করে দোয়া পাঠ করেন। পরিশেষে সকল শিশুর মাঝে বিশেষ এই দিনে খাবার বিতরণ করেন কাউন্সিলর মতিন।
আয়োজন প্রসঙ্গে কাউন্সিলর মতিন সরকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু মারা যাওয়ার পর তার সুযোগ্য কন্যা আজকের ডিজিটাল বাংলাদেশের রূপকার দেশরত্ন শেখ হাসিনা যদি বাংলাদেশে না আসতো তাহলে হয়তো স্বাধীনতা বিরোধী চক্র এই দেশটাকে আবারো পরাধীনতার শৃংখলে আবদ্ধ করে ফেলত।
শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, আমরা যাত্রা শুরু করেছি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে। মাননীয় প্রধানমন্ত্রীর একজন ক্ষুদ্র কর্মী হিসেবে রাজনীতির মাঠে কাজ করে যাওয়া তার মতো কর্মীদের অন্তরে তাদের নেত্রীর জন্যে ভালোবাসার শেষ নেই। তাই আজকে দেশরত্ন শেখ হাসিনার ৪৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এতিম শিশুদের নিয়ে সৃষ্টিকর্তার দরবারে তারা মোনাজাত করেছেন।
শুধু তাই নয় কোরআন খতমের মাধ্যমে আল্লাহকে স্মরণসহ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এতিম শিশুদের জন্য তিনি ভালো মানের খাবারেরও ব্যবস্থা করেছেন। বঙ্গবন্ধু কন্যাকে ভালোবেসে আমৃত্যু তার কর্মী হয়ে এভাবেই কাজ করে যাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন এই যুবনেতা।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)