ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা শহরের কাচারি বাজারের চুরিপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, ওই সময় হঠাৎ করে একটি দোকানের ভেতর থেকে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে পরে আরো চারটি ইউনিট আসে। ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটসহ স্থানীয়দের চেষ্টায় প্রায় তিন ঘণ্টার ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে যাওয়া ১৫টি দোকানের মধ্যে ছিল কসমেটিক, কাপড় ও শিশুদের খাবারের দোকান।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে বিনামূল্...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে এইচ ডি এফ...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে সব ধরনের ক্রেতাদের ...
মন্তব্য ( ০)