ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জেলা পর্যায়ে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির শিখন-বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের কনভেন্সশন সেন্টারে ওয়েভ ফাউন্ডেশন নওগাঁ আয়োজিত সভায় সদর উপজেলার এএনসি কমিটির সভাপতি পারভীন আক্তারের সভাপতিত্বে ও ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী মানুয়েল টুডুর সঞ্চালনায় সভায় জেলার ১১টি উপজেলা থেকে ২৫জন এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশগ্রহণ করেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সহকারি সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষ, উপজেলা সহায়ক মিনহাজুল করিম প্রমুখ। জেলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠির ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায়সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় ওয়েভ ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
সভায় সমাজের পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায় ও তৃতীয় লিঙ্গের মানুষদের কাছে স্থানীয় পর্যায়ের বিভিন্ন সুযোগ-সুবিধা পৌছে দেয়া যায় এবং সম্মুখিন হওয়া বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
নিউজ ডেস্কঃ কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালান...
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে বিনামূল্...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে এইচ ডি এফ...
মন্তব্য ( ০)