ছবিঃ সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে ও মহারাজপুর ইনিয়নের মধ্য শেখপাড়া গ্রামে বাড়ির পাশে আম বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে রিশাদ ও তারিফা নামের ২ জনের মৃত্যু হয়েছে।নিহত রিশাদ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের দূর্গাপুর গ্রামের কুরবান আলীর ছেলে রিশাদ (১১) ও মহারাজপুর ইউনিয়নের মধ্য শেখপাড়া গ্রামের তাজেমুল হকের মেয়ে তারিফা খাতুন (১৬)।
বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মতর্তা (তদন্ত) মাকসুদ রুপক। বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় দুই ইউনিয়নের দুইজন বজ্রপাতে মারা যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মতর্তা (তদন্ত) মাকসুদ রুপক বলেন, সন্ধ্যার দিকে বৃষ্টি ও কালবৈশাখী ঝড় শুরু হয়।
এসময় তারা নিজ বাড়ির পাশে আম বাগানে আম কুড়াতে যায়। হঠাৎ ঝড় ও পানির মধ্যে বজ্রপাতে নিহত হন রিশাদ ও তারিফা খাতুন। তিনি আরও বলেন এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)