ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে পুলিশের 'নো হেলমেট, নো ফুয়েল' কার্যক্রম জোরদার করা হয়েছে। শুক্রবার(১৭ মে) ৫০৬ টি মোটরসাইকেল চেক, ২৯৩ জনকে হেলমেট পড়তে প্রেরণা, ৩৫ টি মামলা, ১৬ টি বাইক আটক করা হয়। জানা গেছে, কুড়িগ্রাম জেলা পুলিশের সকল ইউনিট একযোগে 'নো হেলমেট, নো ফুয়েল' কার্যক্রমের লক্ষ্যে বিভিন্ন স্থানে মোটরসাইকেল চেকিং শুরু করে।
৫০৬ টি মোটরসাইকেল চেক করা হয়, ২৯৩ জনকে হেলমেট পড়তে প্রেরণা দেয়া হয়, সড়ক পরিবহন আইনে ৩৫ টি মামলা করা হয়, এবং কাগজপত্র না থাকায় বিআরটিএ তে রেজিস্ট্রেশন করবে ১৬টি মোটরসাইকেল আটক করা হয়। পুলিশ জানায়, জেলার সকল পেট্রোল পাম্পে জেলা পুলিশের 'নো হেলমেট নো ফুয়েল' সচেতনতামুলক ব্যানার দেয়া হয়।
পেট্রোল পাম্প মালিক ও কর্তপক্ষের সাথে সমন্বয় করা হচ্ছে। সড়কে শৃংখলা, দূর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক সচেতনতা বিষয়ে কুড়িগ্রামের পুলিশ প্রতিনিয়ত বিভিন্ন স্কুল কলেজেসহ সংশ্লিষ্ট অংশীজনের সাথে বহুমাত্রিক উপায়ে নানাবিধ কার্যক্রম অব্যাহত রেখেছে। এছাড়াও কুড়িগ্রাম শহরের শাপলাচত্বর সহ বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্ট ও ঝুঁকিপূর্ণ জায়গায় স্থাপন করা হয়েছে পোর্টেবল রোড ডিভাইডার।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম পিপিএম জানান, প্রতিদিন সড়ক-মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় যত মানুষ প্রাণ হারাচ্ছেন, তাদের অধিকাংশ হেলমেট ব্যতিত মোটরসাইকেল চালানোর কারণে নিহত হয়েছে। মোটরসাইকেল চালকদের মাঝে শতভাগ হেলমেট পরিধান নিশ্চিত করা গেলে এই প্রাণহানি অনেকাংশ কমিয়ে আনা সম্ভব। তিনি আরো বলেন, “হেলমেট ছাড়া কোন মোটরসাইকেল চালককে তেল না দিতে আমরা পাম্প কতৃপক্ষকে কঠোরভাবে নির্দেশনা দিয়েছি। তারাও এই নিয়ম মেনে চলবে বলে আমাদেরকে আশ্বস্থ করেছেন।
নিউজ ডেস্কঃ পুলিশ ও দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বি...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০৩ ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন স্থানে ছাত্রদলের...
রংপুর ব্যুরো: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ...
মন্তব্য ( ০)