ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি: নড়াইলের গোবরা পার্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুর রশিদ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক মহোদয়কে অভিনন্দন জানিয়ে সংবর্ধনা দেয়া হয়েছে। ১৬ই মে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের আয়োজনে সম্বর্ধনা অনুষ্ঠান ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো: উজ্জ্বল শেখ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ধ্রুবকুমার ভদ্র।
এছাড়াও গোবরা পার্বতী বিদ্যাপীঠের শিক্ষকবৃন্দ ম্যানেজিং কমিটির সদস্যরা ও ছাত্র-ছাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পার্ব্বতী বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সম্মানীত সভাপতি ও সিংগা শোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ উজ্জল শেখ বলেন, তার মত দক্ষ, বিচক্ষণ ,দূরদর্শী প্রধান শিক্ষক পেয়ে আমরা এলাকাবাসী গর্ব বোধ করি।
আমরা আশা করি প্রধান শিক্ষক মহোদয় আগামীতে ও এ ধারা অব্যাহত রেখে এলাকার ও প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখবেন। এ বিষয়ে গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ও জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, আমি জেলার প্রধান শিক্ষক হয়ে যে সুনাম অর্জন করেছি সেটা আমি গোবরা পার্বত্য বিদ্যাপীঠ কে অর্পণ করলাম।
আমি অন্য চাকুরীর সুযোগ পেয়েও যায়নি কারণ ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল শিক্ষকতা পেশার। আমি বিদ্যালয়ের ছাত্রছাত্রী,শিক্ষক, ম্যানেজিং কমিটি ও এলাকার অংশী জনের সাথে সুসম্পর্ক স্থাপন করেছি। আমি ২০১২ সাল থেকে বাংলাদেশ শিক্ষক সমিতির নড়াইল সদর শাখার সভাপতি হিসেবে অদ্যবধি সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি।
আমি আগামীতে সকল শিক্ষক বৃন্দ ম্যানেজিং কমিটির সভাপতি সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় এ বিদ্যালয় কে এগিয়ে নিতে নিয়োজিত থাকবো। প্রধান অতিথি মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আমরা জেলার শীর্ষ স্থানীয় কয়েকজন বিচারক হিসেবে ছিলাম।
সবদিক দিকে বিবেচনা করে আব্দুর রশিদকে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত করেছি। আশা করি ভবিষ্যতে তিনি বিভাগীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হবেন। উল্লেখ্য তিনি ২০১৮সালে সরকারিভাবে ম্যানেজমেন্টের উপর থাইল্যান্ডের ব্যাংককে তিন সপ্তাহের কোর্স কমপ্লিট করেছেন।
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে বিনামূল্...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে এইচ ডি এফ...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে সব ধরনের ক্রেতাদের ...
মন্তব্য ( ০)