প্রতীকী ছবি
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহীর বাগমারা উপজেলার কাঁঠালবাড়ি এলাকার আব্দুল জব্বারের ছেলে আলমগীর হোসেন (৩৪) ও কুড়িগ্রাম জেলার উলিপুর থানার নারিকেলপাড়া এলাকার আব্দুল হকের ছেলে তোজাম্মেল হক বকুল (২৪)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার ভোর ৫টার দিকে আত্রাই রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আলমগীর হোসেনের মৃত্যু হয়। একই দিন ভোর সাড়ে ৫টার দিকে তিলেকপুর স্টেশনের পাশে একই ট্রেনে কাটা পড়ে তোজাম্মেল হক বকুলের মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে ফাঁড়ির ইন্সপেক্টর মোক্তার হোসেন বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)