• শিক্ষা

কুড়িগ্রামে মাদরাসা শিক্ষাথীদের সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা

  • শিক্ষা
  • ২২ অক্টোবর, ২০২৪ ১৯:৪৪:১৮

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধি: ‘ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে  শিশু নিকেতন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ও বিকেল সাড়ে ৩টায় উম্মুল হুদা নুরানী ও হাফেজিয়া মাদরাসায় পৃথকভাবে শিক্ষাথীদের  সচেতনতা বৃদ্ধিতে দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ সার্কেলের আয়োজনে ও সড়ক বিভাগের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সড়কে চলাচলে নিয়ম ও ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতামূলক এ সভায় সভাপতিত্ব করেন বিআরটি এর কুড়িগ্রাম জেলা সার্কেলের সহকারি পরিচালক মো:নুরুস সাফা সরকার। এসময় অন্যান্যের মধ্যে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা ট্রাফিক বিভাগের পরিদর্শক মো:আব্দুল কাদের,সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মো:মেহেদী হাসান সরকার,প্রেসক্লাব সহ-সভাপতি খন্দকার একরামুল হক সম্রাট ও মাদরাসার সভাপতি ও দৈনিক বাংলার মানুষ পত্রিকার সম্পাদক অধ্যাপক মো: লিয়াকত আলী,প্রধান শিক্ষক প্রতীমা রায় চৌধুরী,মাদরাসা মুফতি মাওলানা মো:হাবিবুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষাথীরা।

মন্তব্য ( ০)





  • company_logo