• শিক্ষা

পাবনায় স্কয়ার স্কুল এন্ড কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে

  • শিক্ষা
  • ১৫ অক্টোবর, ২০২৪ ২০:৪১:৫২

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ স্কয়ার স্কুল এন্ড কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে পাবনার স্কয়ার কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী গোল্ডেন জিপিএ-৫ পেয়ে পাশ করেছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ খতিব শাহনাজ সুলতানা জানান, এ স্কুল থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করে ৩০ জন শিক্ষার্থী।

যাদের সবাই এ সাফল্য অর্জন করে। এজন্য তিনি শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান।এ কৃতিত্বপূর্ন সাফল্যের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু। তিনি আশা করেন শিক্ষার্থীদের এ ধারাবাহিক সাফল্য অব্যাহত থাকবে।

মন্তব্য ( ০)





  • company_logo