• শিক্ষা

পবিপ্রবিতে আউটকাম বেজড কারিকুলাম বিষয়ক প্রশিক্ষণ

  • শিক্ষা
  • ০৮ ডিসেম্বর, ২০২৪ ১৯:২০:৪৪

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) "আউটকাম বেজড কারিকুলাম (ওবিসি)" বিষয়ক দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ডিসম্বর) সকাল ৯টায়  বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মশালার উদ্বোধন করেন।

আইকিউএসি সেল এর পরিচালক প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দীন এর সভাপতিত্বে এবং আই-কিউ এসি  সেল এর সিনিয়র ডেপুটি রেজিস্ট্রার ড. মো. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ। 

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, শিক্ষকদের (OBC) প্রশিক্ষণের মাধ্যমে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যেখানে ব্যবহারিক দক্ষতা অত্যন্ত মূল্যবান, OBC শিক্ষা শিক্ষার্থীদের তাদের ভবিষ্যত ক্যারিয়ারের জন্য প্রস্তুত করতে এবং বেকারত্বের ঝুঁকি এড়াতে একটি মুখ্য ভূমিকা পালন করবে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি'র আই-কিউএসি সেল এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আবদুল মাসুদ এবং এনএফএস অনুষদের ডিন অধ্যাপক শহীদুল ইসলাম । প্রশিক্ষণ কর্মশালায় নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের শিক্ষকরা অংশ নেন। বিকেল ৫ টায় উক্ত ওয়ার্কশপ শেষ হয়।

মন্তব্য ( ০)





  • company_logo