• শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপী জয়নুল উৎসব শুরু

  • শিক্ষা
  • ০৯ ডিসেম্বর, ২০২৪ ১৮:২৭:৫৪

ছবিঃ সিএনআই

জাককানইবি প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ আয়োজিত শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০তম জন্মবার্ষিকী ২০২৪ উদযাপন উপলক্ষ্যে ৩ দিনব্যাপী জয়নুল উৎসব ২০২৪ শুরু হয়েছে।

সোমবার (০৯ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের চুরুলিয়া মঞ্চে এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে বলেন, 'এদেশের সমাজ পরিবর্তনে শিল্পকর্ম অবিস্মরণীয় হয়ে থাকবে। শিল্পকর্মের মাধ্যমে দেশের গুণগত মান উন্নয়ন করা যায়। একটি বক্তব্যের চেয়ে একটি চিত্রকর্ম অনেক সময় ব্যাপক প্রভাব ফেলতে পারে। এর প্রমাণ হিসেবে ২৪এর জুলাই অভ্যুত্থানকেও উল্লেখ করা যেতে পারে। বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের বিভিন্ন দেয়ালে যে গ্রাফিতি তৈরি করা হয়েছিল তা মানুষের মনে দাগ কেটেছিল এবং গণআন্দোলন চরম আকার ধারণ করেছিল।' এই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা নতুন নতুন শিল্পকর্ম সৃষ্টি করে বৈষম্যবিরোধী দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রধান অতিথি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার। স্বাগত বক্তব্য দেন চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান নগরবাসী বর্মণ।

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মাননীয় উপাচার্য। চারুকলা বিভাগের শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্মের মধ্য থেকে তিনটি মাধ্যম ড্রইং এন্ড পেইন্টিং, গ্রাফিক ডিজাইন এবং প্রিন্ট মেকিং এ মোট ১৪ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

জয়নুল উৎসব আগামী ১১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত চলবে এবং প্রতিদিন চুরুলিয়া মঞ্চে জয়নুল মেলা, শিল্প কথন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের নিচ তলায় বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। উৎসবের উদ্বোধনকালে প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২৯ ডিসেম্বর শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্ম দিবস।

মন্তব্য ( ০)





  • company_logo