ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ এইচএসসিতে এবার দিনাজপুর শিক্ষাবোর্ড পাশের হার গের বছরের তুলনায় কিছুটা বেড়েছে। চলতি ফলাফলে পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ১৪ হাজার ২৯৫ জন ছাত্রছাত্রী। গেল বছর পাশের হার ছিল ৭৪ দশমিক ৪৮ শতাংশ।বরাবরের মত এবারে পাশের হারে এবং জিপিএ প্রাপ্তিতে ছেলেদে পেছনে ফেলে ভাল ফলাফল ধরে রেখেছে মেয়েরা।
আজ সকাল ১১ টায় ফলাফল ঘোষনা করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর স: ম: আব্দুস সামাদ আজাদ। এসময় উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলীসহ অন্যান্যরা। বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক স:ম: আব্দুস সামাদ আজাদ জানান, প্রতিকুল পরিবেশে এবার ৭টি বিষয়ের উপর পরীক্ষা গ্রহন এবং ফলাফল মূল্যায়ন করা হয়েছে।
বোর্ডের অধিনে ৬৬৫টি কলেজ থেকে ১ লাখ ১২ হাজার ১১৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৮৬ হাজার ৯৫৪জন। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৪ হাজার ২৯৫ জন। ছাত্রদের তুলনায় জিপিএ ৫ বেশী পেয়েছে ছাত্রীরা। তারা পেয়েছে ৮ হাজার ১১০ জন, অন্যদিকে জিপিএ ৫ পাওয়া ছাত্রের সংখ্যা ৬ হাজার ১৮৫ জন। পাশাপাশি ছাত্রদের পাশের হার ৭৩ দশমিক ৯৭ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার কিছুটে বেড়ে ৮১ দশমিক ১ শতাংশ।
ফলাফল প্রকাশের সাথে সাথে আনন্দে মিষ্টিমুখে মেতে উঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে পুজোর ছুটি থাকায় প্রতিষ্ঠানে তেমন উপস্হিতি ছিলনা তাদের। শতভাগ পাশ করায় জেলা শহরের হলিল্যান্ড কলেজ কিছুটা আনন্দে স্বরব উপস্হিতি ছিলো কারো। এদিকে ভাল ফলাফল অর্জনের পেছনের কারন জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষার্থীরা। অপরদিকে ৭ বিষয়ে পরীক্ষায় অংশ নিয়েও কোন পরীক্ষার্থী পাশ করতে পারেনি এবার তালিকায় উঠেছে ২০টি কলেজের নাম।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)