• শিক্ষা

এইচএসসি পরীক্ষায় বগুড়াতে ২টি কলেজে পাশ করেনি কেউ

  • শিক্ষা
  • ১৫ অক্টোবর, ২০২৪ ২০:২৬:২১

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন বগুড়ার দুইটি কলেজের শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। মঙ্গলবার সকালে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পরপরই তথ্যটি জানা যায়। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল কলেজ ও গাবতলী উপজেলার বাগবাড়ি মহিলা কলেজে থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন তারা।

এর মধ্যে সবচেয়ে বেশি ১৬ জন পরীক্ষার্থী অংশ নেয় সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল কলেজ থেকে এবং গাবতলী উপজেলার বাগবাড়ি মহিলা কলেজ থেকে অংশ নেয় ৭জন পরীক্ষার্থী। বগুড়া জেলা শিক্ষা অফিসার হযরত আলী বলেন, ‘জেলার সারিয়াকান্দির নিজবলাইল কলেজ এবং গাবতলীর বাগবাড়ি মহিলা কলেজ থেকে এবছর মোট ২৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। ফলাফলে দেখা যায় তারা সবাই বিভিন্ন বিষয়ে অকৃতকার্য হয়েছে।’

মন্তব্য ( ০)





  • company_logo