• শিক্ষা

উপাচার্য পেল জামালপুরের বশেফমুবিপ্রবির শিক্ষার্থীরা

  • শিক্ষা
  • ২১ অক্টোবর, ২০২৪ ২১:১২:০৬

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : অবশেষে উপাচার্য পেয়েছেন জামালপুরের মেলান্দহে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) শিক্ষার্থীরা। 

সোমবার (২১ অক্টোবর) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান।

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোছা. রোখসানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

ভিসি নিয়োগের দাবিতে বশেফমুবিপ্রবির শিক্ষার্থীরা ৯ সেপ্টেম্বর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। গত ৫ আগস্টের পর সাবেক উপাচার্য পদত্যাগ করায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরিক্ষা ও শিক্ষক কর্মচারীর বেতন বন্ধ হয়ে যায়। 

এ অবস্থায় গত ২৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছাঃ রোখসানা বেগম স্বাক্ষরিত চিঠিতে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মো: সাইফুল ইসলামকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের জরুরি আর্থিক, প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব দেওয়া হয়। 

মন্তব্য ( ০)





  • company_logo