• শিক্ষা

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৫টি কলেজে ১৭ পরীক্ষার্থী, সবাই ফেল

  • শিক্ষা
  • ১৬ অক্টোবর, ২০২৪ ১৭:৫৬:৪৩

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম মাধ্যমক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ১৫অক্টোবর প্রকাশিত এইচ,এস,সি ফলাফলে ৫টি কলেজে অংশ নেয়া ১৭ পরীক্ষার্থী সবাই ফেল। আর ফেল হওয়া প্রতিষ্টান গুলো হচ্ছে রাউজান মুহাম্মদপুর স্কুল এন্ড কলেজে ১জন,ককসবাজার চকরিয়া কমার্স কলেজে ৭জন,হালিশহর সেন্ট্রাল কলেজে ১জন,পাচলাইশ চট্টগ্রাম জেলা কলেজ ৩জন,হাটহাজারী রহিমপুর স্কুল এন্ড কলেজে ৫ জন,মোট ১৭ জনের মধ্যে কেহ পাশের মুখ দেখেনি।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম বলেন,ফেল করা শিক্ষা প্রতিষ্টানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচ,এস,সি ও সমমান পরীক্ষায় ২৮২টি কলেজ থেকে ১লাখ ৫ হাজার ৪শ ১৬জন পরীক্ষার্থীর্  অংশ নিলে ও পাশ করে ৭৪ হাজার ১শ ২৫ জন। পাশের হার ৭৪.৩২। জিপি এ -৫ পেয়েছে ১০হাজার ২শ ৬৯ জন। এর মধ্যে ছাত্রী ৫৭৫৯ জন,আর ছাত্র ৪ হাজার ৫১০ জন।

মন্তব্য ( ০)





  • company_logo