ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ ভারতের এই সময়ের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সাদা পোশাকে এরই মধ্যে ১০০ টেস্ট খেলা হয়ে গেছে তার। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নিজের অবসর ভাবনার কথা জানিয়েছেন তিনি।টেস্টে এখন অশ্বিনের উইকেট সংখ্যা ৫১৬। ভারতের হয়ে লাল বলের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক আরেক স্পিনার অনিল কুম্বলে। এই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে তার সামনে।
কিন্তু অশ্বিন সে রেকর্ড ভাঙতে চান না। সাফ বলে দিলেন, ‘আমি ওই রেকর্ড ভাঙতে চাই না। অনিল কুম্বলের ভক্ত আমি। আমি যদি ৬১৮টা উইকেট পেয়ে যাই, সেই ম্যাচেই অবসর নিয়ে নেব। ওটাই আমার শেষ ম্যাচ হবে।’কুম্বলে অবসর নেওয়ার বছর তিনেক পর অভিষেক হয় অশ্বিনের। উইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচেই নিজের জহর দেখিয়েছিলেন। সেই ম্যাচে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন তিনি।
অশ্বিন শুধু স্পিনার হিসাবে নয়, অলরাউন্ডার হিসেবেও ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছেন। ওয়ানডেতে ভারতের হয়ে ১১৬ ম্যাচ খেলে নিয়েছেন ১৫৬ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬৫ ম্যাচে তার প্রাপ্তি ৭২ উইকেট।
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলায় জয়দেবপুর থানা...
সাতকানিয়া প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামের সাতকানি...
সাতকানিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়ার ১৫নং ছদ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার ...
মন্তব্য ( ০)