ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগেই বাংলাদেশ দলে চোটের হিড়িক। চোটের কারণে এরই মধ্যে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন মাহমুদুল হাসান জয়। এবার চোট পেয়েছেন দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। অনুশীলনের সময় আঙুলে ব্যথা পেয়েছেন তিনি।পাকিস্তানের বিপক্ষে টেস্টে মাঠে নামার আগে ‘এ’ দলের হয়ে সেরা প্রস্তুতি নিতে চেয়েছিলেন মুশফিক। পাকিস্তান শাহিনসের বিপক্ষে চারদিনের ম্যাচেও মাঠে নেমেছেন অভিজ্ঞ এই ব্যাটার। তবে সেই ম্যাচেই চোট পেয়েছেন তিনি। তবে আশার কথা চোট খুব গুরুতর নয়। ধারণা করা হচ্ছে ২১ আগস্ট মূল টেস্টের আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে মাঠেও দেখা যাবে তাকে।
নিজের প্রস্তুতি ও চোট নিয়ে বিসিবির এক ভিডিও বার্তায় মুশফিক বলেন, ‘কয়েক দিন ভারী বর্ষণের কারণে ম্যাচটা বাধাপ্রাপ্ত হয়েছে। আমরা যথাযথ অনুশীলন করতে পারিনি। প্রথম কয়েক দিনে শুধু একটি নেট সেশন হয়েছিল। এটিও আদর্শ নয়। তবে মাঠে আমি সেরাটা দিয়ে চেষ্টা করেছি। প্রথম ইনিংসে আমাদের পক্ষে ছিল না। দ্বিতীয় ইনিংসের আগে নেটে আমি আঙুলে ব্যথা পেয়েছিলাম। তাই ব্যাটিং করিনি। আশা করি, দ্রুতই সেরে উঠব এবং প্রথম টেস্ট খেলব।’
‘এ’ দলের হয়ে খেলার অভিজ্ঞতা নিয়ে মুশফিক বলেন, ‘এখন পর্যন্ত সবকিছু দারুণ। যদিও ম্যাচটা আমাদের পক্ষে আসেনি। আবহাওয়াও কিছুটা বাঁধ সেধেছে। আমার মতে, পাকিস্তান শাহিনস অনেক ভালো খেলেছে। বিশেষ করে উমার ভাই অসাধারণ খেলেছেন। বোলাররাও... নাসিম ভাই, মোহাম্মদ আলী, মীর হামজাও বিভিন্ন ধাপে ভালো বোলিং করেছেন। আমাদের ‘এ’ দলে বেশ কয়েকজন তরুণ ছেলে আছে। আমি নিশ্চিত তারা এটি থেকে অনেক শিখতে পেরেছে।’
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলায় জয়দেবপুর থানা...
সাতকানিয়া প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামের সাতকানি...
সাতকানিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়ার ১৫নং ছদ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার ...
মন্তব্য ( ০)