• বিশেষ প্রতিবেদন

ভাঙা সাঁকোর ওপর কন্যা সন্তান প্রসব

  • বিশেষ প্রতিবেদন
  • ০৬ জুলাই, ২০২৪ ২২:০৯:৪৪

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলার মাঝিপাড়া গ্রামের সবুজপাড়ায় কদমতলী খালের ওপর থাকা বাঁশ ও কাঠের ভাঙা সাঁকোর ওপর একটি কন্যা সন্তানের জন্ম দেন বিলকিছ নামের এক গৃহবধূ। তিনি যাদুর চর ইউনিয়নের সাইজ উদ্দিনের স্ত্রী।জানা গেছে, শনিবার দুপুরে বাবার বাড়িতে থাকা অবস্থায় ওই গৃহবধুর প্রসব বেদনা শুরু হয়।

সাঁকোটি ভাঙ্গা থাকায় সাঁকোর ওপর কোন যানবাহন চলাচল করতে পারে না। এ কারণে বিলকিছ বেগমকে নিয়ে পায়ে হেটে সাঁকোর পার হচ্ছিলেন আত্মীয়সহ কয়েকজন মহিলা। পরে সাঁকোর মাঝামাঝি আসার সময় প্রসব বেদনা তীব্র হলে সাঁকোর ওপরই তার সন্তান প্রসব হয়।

রৌমারী প্রেস ক্লাবের সভাপতি সুজাউল সুজা জানান, এটা খুবই দুঃখজনক ঘটনা। সাঁকো দিয়ে বহু মানুষ চলাচল করলেও ব্রিজটি নির্মাণ করা হয়নি। দ্রুত সাঁকোর জায়গায় ব্রিজ নির্মাণের দাবী জানান তিনি।

মন্তব্য ( ০)





  • company_logo