ছবিঃ সিএনআই
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নয় বছরের শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৬০ বছরের বৃদ্ধকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার উচাখিলা ইউনিয়নের নারানাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নুর মোহাম্মদ (৬০) একই গ্রামের মৃত আনসার আলীর পুত্র। ব্যক্তি জীবনে নুর মোহাম্মদ দুই ছেলে ও এক মেয়ের জনক।
জানা যায়, ঘটনার দিন ওই গ্রামের শারীরিক প্রতিবন্ধী শিশু (৯)নুর মোহাম্মদের ঘরে টেলিভিশন দেখতে যায়। এ সুযোগে প্রতিবেশি দাদা নুর মোহাম্মদ ঘরের দরজা বন্ধ করে ওই শিশুকে ধর্ষণ চেষ্টা করলে শিশুটি চিৎকার দেয়। চিৎকার শুনে শিশুর চাচি দৌড়ে গিয়ে শিশুকে উদ্ধার করে। এ সময় প্রতিবেশীরা এসে নুর মোহাম্মদকে ঘরে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ অভিযুক্ত নুর মোহাম্মদকে আটক করে থানায় নিয়ে আসে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে নুর মোহাম্মদ নামের এক বৃদ্ধকে আটক করা হয়েছে। ভিকটিমকে জবানবন্দির জন্য থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধ...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববি...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে বেসরকারী ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ “আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব...
মন্তব্য ( ০)