• অপরাধ ও দুর্নীতি

দোহারে ভ্রাম্যমাণ আদালতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি
  • ১৬ জুলাই, ২০২৪ ১৮:১৬:৪১

ছবিঃ সিএনআই

দোহার প্রতিনিধিঃ ঢাকার দোহারে ভ্রাম্যমাণ আদালতে ৫ প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার জয়পাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কৃষি বিপণন আইন ও বাংলাদেশ হোটেল রেস্তোরা আইনে ৫টি প্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিসস্ট্রেট মো. মামুন খান বলেন, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য ( ০)





  • company_logo