• অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ

পাবনায় ২৭ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

  • অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ
  • ১৭ জুলাই, ২০২৪ ১৯:৩৮:০২

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল ঈশ্বরদীর অভিযানে ২৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) গভীর রাতে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি মাদক বিরোধী টিম চাটমোহরের মূলগ্রাম বাজারে বিজয় হোন্ডা সার্ভিস সেন্টারের সামনে অস্থায়ী চেক পোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করতে থাকে। এ সময় চাটমোহর হতে টেবুনিয়াগামী একটি মোটরসাইকেল তল্লাশি করে। বাজাজ কোম্পানীর পালসার-১৫০ সিসি মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে আসা মাদক ব্যবসায়ী ফারুককে তল্লাশী করা হলে তার পিটে ঝুলানো একটি স্কুল ব্যাগে পলিথিনে মোড়ানো পোটলায় ১১ কেজি ও মোটরসাইকেলের বাম পাশে হুকে ঝুলানো ট্রাভেলস ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো পোটলায় আরো ১৬ কেজি সর্বমোট ২৭ কেজি গাঁজা পাওয়া যায়।

এ সময় ২৭ কেজি গাঁজা ও মোটরসইকেলটি জব্দ করা হয় এবং মাদক ব্যবসায়ী ফারুক হোসেন (৩৮) কে গ্রেপ্তার করা হয়।  মাদক ব্যবসায়ী ফারুক পাবনার আটঘরিয়া উপজেলার কেন্দ্রপুর গ্রামের মৃত জয়নুদ্দিন প্রামানিকের ছেলে। গ্রেফতার কৃত ফারুক হোসেনকে চাটমোহর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. সেলিম রেজা গাঁজা উদ্ধার ও মোটরসাইকেল জব্দ এবং মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য ( ০)





  • company_logo